চলছে ক্রিকেট বিশ্বকাপ, সারা দেশে ক্রিকেট প্রেমীদের উন্মাদনার শেষ নেই। সেই উন্মাদনাকে আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের পায়রা চত্বরে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এতে ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস-উদ্দীপনা বেড়েছে কয়েকগুণ।

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সব খেলা দেখাতে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সৌজন্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় টিএসসি ভবনের সামনে পায়রা চত্বরে এই ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে দেখা যায়, দলবেঁধে আনন্দমুখর পরিবেশে ক্রিকেট খেলা উপভোগ করছেন বিভিন্ন বয়সের তরুণ-তরুণীরা। পায়রা চত্বরে দাঁড়িয়ে বা বসে, চায়ের দোকানে আড্ডায় মেতে থেকে খেলা উপভোগ করতে দেখা গেছে তাদের। দিন গড়িয়ে বিকেল হতেই দর্শকের উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে সন্ধ্যার পরে একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিটি চার ছক্কা কিংবা আউটের পরে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিভিন্ন দলের সাপোর্টাররা।

খেলা উপভোগ করতে থাকা ঢাবি শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, সাধারণত আমি বাসায় বা হলে খেলা দেখি। কিন্তু সেখানে তেমন মজা পাওয়া যায় না। টিএসসিতে বড় পর্দায় খেলা দেখানো শুরু করায় এখানেই যতটা সময় পারি খেলা দেখি। এখানে অনেক দর্শক একসঙ্গে খেলা দেখে মনে হয় যেন মাঠে বসেই খেলা দেখছি।

আরেক শিক্ষার্থী হাসান তারিক বলেন, বড় পর্দায় বসে খেলা দেখার মজা অন্যরকম। তাছাড়া যেকোনো খেলা বাসায় একা দেখায় আনন্দ পাওয়া যায় না। তাই তো ক্লাস শেষেই টিএসসি চলে এসেছি বাংলাদেশের খেলা দেখার জন্য। হারুক বা জিতুক খেলা উপভোগ করি, নিজ দেশের টিমকে সাপোর্ট করি এটাই আনন্দের। 

এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, মানুষের উৎসাহ বাড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও দুইটি স্থানে খেলা দেখানোর প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। ২০২২ ফুটবল বিশ্বকাপেও ঢাবিতে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করে নগদ। 

কেএইচ/কেএ