‘আমাদের মন, আমাদের অধিকার’ প্রতিপাদ্য নিয়ে সবার মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মেন্টাল ওয়েলনেস রান’।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াটিস (বাপ), সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন বাংলাদেশ এবং ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই সচেতনতামূলক দৌড়। এছাড়া এসিআই ফার্মা সার্বিক সহযোগিতায় প্রদান করে।

ভোর ৬ টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে রান শুরু হয়। টিএসসি হয়ে নীলক্ষেত তোরণ থেকে ইউটার্ন করে ফুলার রোড, স্বাধীনতা সংগ্রামের পাশ ঘেঁষে পলাশি মোড় থেকে শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে পুনরায় টিএসসি এসে রান শেষ।

৫ কিলোমিটার রান শেষ করার সময়সীমা রাখা হয়েছিল ১ ঘণ্টা। পুরো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি বিনামূল্যে করা হয়। প্রায় ২০০ দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন। এতে দেশের খ্যাতনামা অনেক চিকিৎসক, দৌড়বিদ ও তরুণ অংশগ্রহণ করেন।

বক্তারা মানসিক স্বাস্থ্য সচেতনতায় রানিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের খ্যাতনামা রানারদের দেখে আমরা আজকে অনুপ্রাণিত। আপনাদেরকে দেখে তরুণরা অনুপ্রাণিত হবে। দেশে রানিংয়ের মতো শরীর চর্চায় নিয়মিত হয়ে উঠবে। নিয়মিত রানিংয়ের ফলে মানুষের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত হয়। আজকের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমাদের প্রত্যাশা, মনোযোগের উন্নয়নে সারাদেশের মানুষকে সচেতন করা ও মানুষের সুস্থ ও উন্নত মানসিকতার বিকাশ ঘটানো।

আয়োজকরা বলেন, মানসিক স্বাস্থ্য সচেতনতায় দেশে এ ধরনের রানিং ইভেন্ট আয়োজন এটাই প্রথম উদ্যোগ। উদ্যোগটির ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা।

রান শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে রেস ডিরেক্টর ও ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটির এডমিন সাইফুল্লাহ সাদেকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঢাবি রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ট্রায়াথেলেট মো. ইসতিয়াক উদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন ইউএস বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াট্রিসের প্রেসিডেন্ট প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এমডি আজিজুল ইসলাম।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের সহযোগী অধ্যাপক ও সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন বাংলাদেশের ভাইস-প্রেসিডেন্ট ডা. হেলাল উদ্দিন আহমেদ, এসিআই ফার্মার ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ আজিজ উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, সারা বিশ্বে ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। ১৯৯২ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। নানা রকম আয়োজনের মধ্যদিয়ে এই দিবসটি পালন করা হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।

কেএইচ/এমজে