চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন সোমবার (১২ এপ্রিল) থেকে অনলাইন শুরু হবে। এদিন সকাল সাড়ে ১০টায় অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

বিষয়টি রোববার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

এদিকে চবিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া গত ৫ এপ্রিল থেকে শুরু এবং ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে ৪ এপ্রিল স্থগিত ঘোষণা করে প্রশাসন।

এখন আবেদনের তারিখ বাড়ানো হবে কি না জানতে চাইলে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান ঢাকা পোস্টকে বলেন, সরকার ঘোষিত লকডাউনের কারণে আগের তারিখে আবেদন শুরু করা যায়নি। সোমবার থেকে আবেদন শুরু হচ্ছে। তবে আবেদনের সময় বাড়বে কি না সেটা আগামীকাল জানানো হবে।

উল্লেখ্য, এবার তিনটি ধাপে স্ব শরীরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটেই আবেদনের ন্যূনতম জিপিএ অন্তত শূন্য দশমিক ৫০ বাড়ানো হয়েছে। তবে এবার অনিয়মিত (মানোন্নয়ন দেওয়া) শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ থাকছে না। শুধুমাত্র যারা ২০১৮ সালে মাধ্যমিক ও ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই এবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

এসপি