জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রয়াত উপাচার্যের নামে কেন্দ্রীয় মিলনায়তনের নামকরণের প্রস্তাব
সদ্য প্রয়াত জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় উপাচার্যের স্মৃতি রক্ষার্থে তার নামে কেন্দ্রীয় মিলনায়তন ভবনের নামকরণ করার প্রস্তাব জানানো হয়।
বুধবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ শোকসভার আয়োজন করা হয়। এ সময় উপাচার্যের সহধর্মিণী ও তার একমাত্র কন্যা সেখানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
শোকসভায় বক্তারা বলেন, উপাচার্য মহোদয় আমাদের মাঝে না থাকায় আজ অভিভাবকহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মাত্র আড়াই বছরে তিনি বিশ্ববিদ্যালয়ের যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন তা অকল্পনীয়।
সভায় বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, এই বিশ্ববিদ্যালয়ে যতজন উপাচার্য দেখেছি তার মধ্যে অধ্যাপক ইমদাদুল হক স্যারকে সবার থেকে আলাদা করা যায়। তিনি ছিলেন বহু গুণে গুণান্বিত। বিশ্ববিদ্যালয়ের উন্নতি-অগ্রযাত্রার জন্য দিনরাত পরিশ্রম করেছেন। কিন্তু তার জীবনের অন্তিম মুহূর্তে আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তেমন কিছুই করতে পারিনি। তাই বর্তমান ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তন তার নামে নামকরণ করা হোক।
বিজ্ঞাপন
আলোচনা সভায় শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, আজ এ মুহূর্তে উপাচার্যের স্মরণসভায় আমাদের দাঁড়াতে হবে তার জন্য প্রস্তুত ছিলাম না। স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন-অগ্রযাত্রার জন্য যে ভূমিকা পালন করেছেন তা আজীবন মনে রাখবে বিশ্ববিদ্যালয়। শিক্ষক সমিতির পক্ষ থেকে তার নামে একটি ভবনের নামকরণের দাবি জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমেদ বলেন, উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক একজন জ্ঞানী মানুষ ছিলেন। বিভিন্ন জায়গায় তার পদচারণা ছিল। উপাচার্য মহোদয় জবিতে দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা একসঙ্গে কাজ করেছি। উনি একজন দক্ষ ও সৎ মানুষ ছিলেন।
শোকসভায় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করেন আর্থ ও সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন।
আলোচনা সভার শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রয়াত উপাচার্যের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এমএল/পিএইচ/