স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সিএসই ডে-২০২৩ পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ হাবিব হাসান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞানী ও বুয়েটের অধ্যাপক ড. এম কায়কোবাদ, এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও ড. বর্কিণ কুমার ঘোষ, হেড অব এটুআই-আইল্যাব তাউফিকুর রহমান, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের হেড অব আইটি সাদ আল জাবির আব্দুল্লাহ।

সিএসই ডে উপলক্ষ্যে নর্দানের সিএসই বিভাগ শিক্ষার্থীদের উদ্ভাবিত সফটওয়্যার, রোবট ও অন্যান্য প্রযুক্তি প্রদর্শন, নবাগত শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে হাবিব হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট ডিজিটাল দেশ গড়ার প্রত্যয়ে অবিচল কাজ করে চলেছেন। নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে উদ্ভাবন দেখলাম তাতে প্রমাণিত হয় যে, প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন, আগামীদিনে আপনারা হবেন সে স্বপ্নপূরণের অংশীদার। তিনি আরও বলেন, শিক্ষায় নর্দান ইউনিভার্সিটি হবে এ অঞ্চলের মাইলস্টোন।

নর্দান ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, সময় বদলে গেছে, বর্তমান বিশ্ব প্রায় প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি দেখছে। বিশ্বব্যাপী উদ্ভাবনের একটি সীমাহীন প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিতে নলেজ ইন্ডাস্ট্রিতে দেশের হয়ে তোমরাই হবে আগামী দিনের মশালবাহী।

খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক ড. এম কায়কোবাদ সিএসই অধ্যয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের সকল প্রয়োজনে এখনও প্রযুক্তিগত সুবিধা কিনতে হয় বিদেশ থেকে, যাতে প্রচুর পরিমাণ অর্থ বিদেশে চলে যায়।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীদিনে দেশের তরুণ প্রকৌশলীরা সকল প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব:), সিএসই বিভাগের প্রধান রায়হান উল মাসুদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

পিএইচ