উগ্রবাদবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন আহসানউল্লাহ, রানারআপ ইস্টওয়েস্ট
এন্টি টেরোরিজম ইউনিটি (এটিইউ) এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজন 'এটিইউ-ডিইউডিএস' সহিংস উগ্রবাদবিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪' এ চ্যাম্পিয়ন হয়েছে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং রানারআপ হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মুক্তির তরঙ্গে অলংকৃত হবে মুক্তির পথ, উগ্রবাদমুক্ত দেশ বিনির্মাণে তারুণ্যের শপথ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগের ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশগ্রহণ করে। ২৬ জানুয়ারি দিনভর এই বিতর্ক প্রতিযোগিতা মুখর করে রেখেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বর। দ্বিতীয় দিন মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেরোরিজম ইউনিট প্রধান অ্যাডিশনাল আইজি এস এম রুহুল আমিন। সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত অধ্যাপক ড. মাহবুবা নাসরিন এবং অধ্যাপক ড. এস এম শামীম রেজা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অ্যাডিশনাল আইজি এস এম রুহুল আমিন বলেন, বিতর্কের শক্তি ও উগ্রবাদের বিরুদ্ধে তারুণ্যের শক্ত অবস্থান নেওয়ার এখনই সময়। বাংলাদেশের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কাজ করলে ২০৪১ সালের মধ্যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়া সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশ জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে সাফল্য অর্জন করলেও এই নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। বরং আমাদের এ বিষয়টিতে সবসময়ই সতর্ক থাকতে হবে। তিনি সহিংস উগ্রবাদ বিরোধী চেতনায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সুদৃঢ় ভূমিকা রাখার কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন তরুণদের সম্পৃক্ত করে এটিইউর গৃহীত এই জনসচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং দেশব্যাপী এ ধরনের আয়োজন ছড়িয়ে দেওয়ার জন্য সুযোগ সৃষ্টির কথা বলেন।
ডিইউডিএস সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেনের সঞ্চালনায় দুইদিন ব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে সাবেক বিতার্কিকরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে এন্টি টেরোরিজম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান বিতার্কিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কেএইচ/পিএইচ