ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার প্রতিবাদে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

শুক্রবার (৭ মে) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা। এ সময় আম, কাঁঠাল, জাম, আতা, তেঁতুল, জাম্বুরাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।

গোলাম মোস্তফা বলেন, আমরা ধ্বংসের বিরুদ্ধে, সৃষ্টির পক্ষে। সোহরাওয়ার্দী উদ্যানে যতগুলো গাছ কাটা হয়েছে তার সমপরিমাণ বা তার বেশি গাছ এখানে রোপণ করব। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার সর্বত্রই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সরকারের সর্বগ্রাসী প্রকল্প বন, নদী, পাহাড়, মানুষের নিরাপত্তা কেড়ে নিয়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানসহ সারাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলেও তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, দফতর সম্পাদক এম এইচ রিয়াদ, কেন্দ্রীয় সদস্য মির্জা ফখরুল ইসলাম, ঢাকা মহানগর শাখা সম্পাদক রূপক রায়, কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক তানভীর আলম, মিরপুর শাখার সংগঠক শাকিল হোসেন, ঢাকা মহানগর শাখার নেতা হাসান আল মেহেদী ও নিসাদ আঞ্জুম নিশী, নারী সংহতির সদস্য রেক্সোনা পারভীন সুমি।

এইচআর/আরএইচ