ঢাবির রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের সমাবেশ

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে নির্যাতন-নিপীড়ন ও তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোজিনা ইসলামের ওপর চালানো নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন তারা।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল বলেন, দেশে বাকস্বাধীনতার ওপর আঘাতের অন্যতম উদাহরণ রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনা। স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে রোজিনা ইসলামের অনুসন্ধানী সাংবাদিকতার কারণেই তাকে হয়রানি করে মিথ্যা মামলা দিয়েছে এই স্বৈরাচারী সরকার। অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে ভুয়া মামলা প্রত্যাহার করতে হবে।

সহকারী সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, দেশে আমলাতন্ত্রের ওপর ভিত্তি করে সরকার অবৈধভাবে ক্ষমতায় ঠিকে থাকার ছক কষেছে। পেশাগত দায়িত্ব পালনকালে নজিরবিহীনভাবে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য একজন সাংবাদিককে হয়রানি করা অপরাধীর কাজ। সচিবালয়ে লুটপাট ও দুর্নীতির চিত্র প্রকাশ করার জন্য রোজিনা ইসলামকে নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং গণমাধ্যমকে সরকারের কুক্ষিগত করার অপপ্রয়াস। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি না দিলে ছাত্র ইউনিয়ন রাজপথে জবাব দেবে।

সমাবেশ আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক শিমুল কুম্ভকার। এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচআর/এফআর