ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর হামলার প্রতিবাদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুতুল পোড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

শনিবার (১৫ মে) এক বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধ মঞ্চ জানায়, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল বাহিনীর বর্বর হামলা বন্ধের দাবিতে রোববার বেলা ৩টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে মানববন্ধন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুতুল পোড়ানো কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল বাহিনী যেভাবে হামলা করেছে তাতে আমরা উদ্বিগ্ন। তারা প্রকাশ্যে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে। আমরা কোনোভাবেই এমন হীন কাজ সমর্থন করি না। এর প্রতিবাদে আমরা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন এবং কুশপুতুল দাহের কর্মসূচি দিয়েছি।

জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এই নৃশংস হামলার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানান আল মামুন।

এইচআর/এসকেডি