ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের নিন্দা এবং ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ মে) বিকেলে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদ আল হাসানের সঞ্চালনায় এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের শতাধিক শিক্ষার্থী।

মানববন্ধনে আবিদ আল হাসান বলেন, ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ডে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অভ্যুদয় ঘোষণার মাধ্যমে সেদিন সন্ত্রাসবাদের এক অন্যতম কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়েছিল। সাত দশক পেরিয়ে এর সন্ত্রাসবাদী কার্যকলাপ আজও পূর্ণমাত্রায় চলমান। 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর পক্ষে আমরা সম্মিলিতভাবে ফিলিস্তিনের নিপীড়িত ভাইবোনদের প্রতি সংহতি এবং বর্বর ইসরায়েলি আগ্রাসনের প্রতি নিন্দা জানাচ্ছি।

এ সময় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, আরবি বিভাগের শিক্ষার্থী শরীফ উদ্দিন প্রমুখ।

এইচআর/আরএইচ