অধ্যাপক মো. আনোয়ার হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। অবসরপ্রাপ্ত এই শিক্ষকের বয়স হয়েছিল ৭৬ বছর।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন গণিত বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান। তিনি বলেন, অধ্যাপক মো. আনোয়ার হোসেন বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

অধ্যাপক মো. আনোয়ার হোসেন ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির একজন ফেলো ও বাংলাদেশ গণিত সমিতির সাবেক সভাপতি। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, এই গুণী শিক্ষক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে গণিত বিষয়ে তার অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন। ইউজিসি অধ্যাপক হিসেবে শিক্ষা প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এইচআর/ওএফ