জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ড. কামালউদ্দিন আহমদকে পূর্ণাঙ্গ উপাচার্য পদে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে জবি ছাত্রলীগ। সোমবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত শিক্ষক থাকা সত্ত্বেও বাইরে থেকে কেন শিক্ষক নিয়োগ দিতে হবে। এখানে নতুন কাউকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হলে তার ক্যাম্পাস বুঝতে এক-দেড় বছর চলে যায়। বাইরের শিক্ষককে ভিসি নিয়োগ দেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হয় না।

ব্যানারে বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চাওয়ার দাবি জানানো হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেজারার কামালউদ্দিন আহমদের পক্ষে প্রচারণা চালাতে দেখা যায় তাদের।

জানা যায়, বর্তমান ট্রেজারার কামালউদ্দিন আহমদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ এর ২৭ নভেম্বর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পান। গত ১৮ মার্চ ড. মীজানুর রহমানের মেয়াদ শেষ হলে ড. কামালউদ্দিন আহমদ উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত হন।

এমটি/ওএফ