ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা অনলাইনে নাকি সশরীরে হবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (১ জুন) সভা ডেকেছে ঢাবি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ জুন) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে। সভার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী অনলাইন পরীক্ষার পক্ষে নয়। বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে। পরীক্ষা কীভাবে নেওয়া হবে সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা অনলাইন পরীক্ষা ও সশরীরে উপস্থিত পরীক্ষার মধ্যে দ্বিতীয়টিকে অগ্রাধিকার দেব।

হল খোলার বিষয়ে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, টিকাদান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য হল খোলা যাবে না। টিকার বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা সাড়া পেয়েছি। আশা করছি শিগগিরই সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী টিকা পাবেন। তারপরই আমরা আবাসিক হল খুলতে পারব।

এদিকে রোববার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে স্মারকলিপি দিয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে আগামী ১৫ জুন থেকে সশরীরে পর্যায়ক্রমে মাস্টার্স, অনার্স চতুর্থ বর্ষ, তৃতীয় বর্ষ, দ্বিতীয় বর্ষ, প্রথম বর্ষের পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।

এর আগে গত ৬ মে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল/বার্ষিক পরীক্ষাসহ সব পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এইচআর/ওএফ