জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তনের দাবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মানববন্ধন
মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরে জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে মহান মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর করার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (১ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা সাদাফ খানের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।
বিজ্ঞাপন
মানববন্ধনে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে নির্মিত জাদুঘর কোনোভাবেই খুনি জিয়ার নামে হতে পারে না। একজন রাজাকার, দেশদ্রোহীর নাম মহান মুক্তিযোদ্ধের সঙ্গে জড়িত করে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুমন নাসির, ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন শিমুল, মেহেদী হাসান, নাঈম উদ্দীন আজাদ, আব্দুল্লাহ আল নাহিয়ান, মোমিনুল ইসলাম মোহন, আলতাফ, কাজী পাপন, শোয়েবুর রহমান কনক, ফজলে রাব্বি, শফিকুল ইসলাম, ইখলাস উদ্দীন, সৌমেন প্রমুখ।
বিজ্ঞাপন
এমএসআর