সারাদেশের কলেজ ও পলিটেকনিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইনভিত্তিক কুইজ প্রতিযোগিতা ‘কনটেস্ট অব উইটস’। 

গ্রিন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ও কম্পিউটার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী ৪-৫ জুন অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে গ্রিন ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাইফুল আজাদ বলেন, কলেজ ও পলিটেকনিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের প্রতিযোগিতা নিঃসন্দেহে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। এর মাধ্যমে ঘরে বসে থাকা শিক্ষার্থীরা যেমন সুস্থ বিনোদন পাবেন, তেমনি মেধার দৌড়ে নিজেদের অবস্থান যাচাইয়ের সুযোগ পাবেন।

তিনি বলেন, প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া বড় কথা নয়, অংশগ্রহণই মুখ্য বিষয়। ‘আউট নলেজ’ অর্জনে এ ধরনের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের আরও অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

প্রতিযোগিতায় মোট পাঁচটি বিষয় তথা পদার্থ, গণিত, আইসিটি ও সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন থাকবে। বিজয়ী শিক্ষার্থীদের নগদ অর্থের পাশাপাশি সার্টিফিকেট দেওয়া হবে।

আরএইচ