‘খুনি’ জিয়ার কোনো অনুষ্ঠান ঢাবিতে হতে দেবে না ছাত্রলীগ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘খুনি’ আখ্যা দিয়ে তাকে নিয়ে কোনো অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।
বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সমাবেশে ছাত্রদলের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন তিনি। শিক্ষাবান্ধব এবং উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল পরবর্তী এ সমাবেশের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সমাবেশে ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা ধন্য আমাদের একজন প্রধানমন্ত্রী আছেন। সারা বিশ্ব যখন করোনা মহামারিতে অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। সেই উন্নয়নের প্রতিফলন আজকের বাজেটে আমরা দেখেছি। এ দেশের জনগণ, কৃষক, শিক্ষার্থী এবং স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য এ বাজেট। এই উন্নয়ন এবং গণমুখী বাজেট করার জন্য প্রাণপ্রিয় নেত্রীকে ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য ছাত্রলীগ সব সময় কাজ করে যাবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতার হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলে ‘খুনি’ জিয়া। আমরা ‘খুনি’ জিয়ার কোনো প্রোগ্রাম (অনুষ্ঠান) এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে দেব না। ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করলে ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট।
মঙ্গলবার (১ জুন) টিএসসিতে ছাত্রদলের ওপর হামলার দায় অস্বীকার করে জয় বলেন, সে দিন ছাত্রদলের অন্তঃকোন্দলের কারণেই সমস্যাটা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাদের থামানোর চেষ্টা করেছিল। কিন্তু কিছু মিডিয়া ছাত্রলীগকে উদ্দেশ্য করে নিউজ করেছে। যারা মিথ্যা অপবাদ দিয়ে ছাত্রলীগকে কলুষিত করতে চায় তাদের উদ্দেশ্যে বলবে, ছাত্রলীগ মাঠে আছে দেখেই আপনারা শান্তিতে ঘুমাতে পারেন। ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সজাগ আছি। কেউ অরাজকতা করলে তাদের প্রতিহত করতে আমরা প্রস্তুত থাকব।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী।
এইচআর/এসএসএইচ