‘এসইইউ-সিজেজিএম ২০ টাকা সদকা ফান্ড: শিক্ষার্থীদের জন্য একটি কল্যাণমূলক উদ্যোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) যৌথ উদ্যোগে।

বৃহস্পতিবার (৮ মে) সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সদকা ফান্ডের উদ্দেশ্য ছোট ও স্বেচ্ছা অনুদানের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে সচেতনতা তৈরি করা।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বক্তব্যে তিনি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার জন্য সদকা ফান্ড গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং স্বল্প পরিমাণে হলেও নিয়মিত দান করার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের অধ্যাপক মোক্তার আহমদ, আরাস্তু খান। 

অতিথিবৃন্দ সদকার নীতি ও মূল্যবোধ নিয়ে আলোচনার মাধ্যমে সমাজে দানের চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সিজেডএম-এর চলমান কার্যক্রম তুলে ধরেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। 

এনএফ