হল না খুলে সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের কর্মসূচি/ফাইল ছবি

পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (৬ জুন) বেলা ১১টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এ কর্মসূচি শুরু হবে।

ঢাকা পোস্টকে শনিবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ‘হল-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও’ আন্দোলনের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ।

তিনি বলেন, হল না খুলে সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি। ধাপে ধাপে পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। হল না খুললে পরীক্ষার্থীরা ভীষণ বেকায়দায় পড়বে, অনেক শিক্ষার্থীর মেসে থাকার সামর্থ্য নেই। আমরা শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য হল খোলার দাবি জানাচ্ছি। এ দাবিতে আমরা আগামীকাল রোববার সকাল ১১টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করব।

আসিফ মাহমুদ বলেন, আমাদের আরও একটি দাবি হলো- বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত মতে যেকোনো কারণে সশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে, বিকল্প হিসেবে ‘টেক হোম’ পদ্ধতিতে পরীক্ষা নিতে হবে।

তিনি বলেন, আমাদের দুটি দাবির যেকোনো একটি একটি প্রশাসনকে মেনে নিতে হবে এবং কোনোভাবেই পরীক্ষার তারিখ আর পেছানো যাবে না।

এইচআর/আরএইচ