ইবিতে শহীদ পরিবারের কেউ ভর্তি হতে এলে বিশেষ ব্যবস্থা করা হবে : উপাচার্য
ইসলামী বিশ্ববিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমরা শহীদদের রক্তের ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না। আমরা তাদের জন্য ব্যক্তিগতভাবে ও সামষ্টিক দোয়া করবো। জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের বা তাদের আত্মীয়-স্বজন কেউ ইবিতে ভর্তি হতে এলে তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হবে।
শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
উপাচার্য বলেন, আমি সরকারের কাছে দাবি জানাই শহীদ পরিবারগুলোকে যেন সরকার আজীবন সুবিধা দেয়। আমরাও তাদের সুবিধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।
আলোচনা শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মণ্ডল, গোলাম রব্বানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, দেশের জন্য তাদের আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না। তারা দেশপ্রেমিক সব নাগরিকের জন্য অনুপ্রেরণা। এ অনুপ্রেরণা মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে সহযোগিতা করবে। তাদের জন্য মাগফিরাত ও তাদের পরিবারের জন্য সহযোগিতা কাম্য।
রাকিব হোসেন/এমএন