ঢাবিতে চলছে দুই দিনব্যাপী বৃক্ষমেলা ও ফল উৎসব
“বেটার ইনভায়রনমেন্ট, বেটার লাইফ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বৃক্ষমেলা ও ফল উৎসব-২০২৫।
সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বটতলা প্রাঙ্গণে উৎসবটির আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। উৎসবটি চলবে আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) পর্যন্ত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মেলায় প্রতিটি গাছ মাত্র ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে এবং আগত দর্শনার্থীদের মাঝে মৌসুমি ফল সম্পূর্ণ বিনামূল্যে পরিবেশন করা হচ্ছে। এ ছাড়াও রয়েছে নানা রকমের পিঠার স্টল, হ্যান্ড পেইন্ট শাড়ি, পাঞ্জাবি, লেদারের ওয়ালেট, বেল্ট, ব্যাগসহ বিভিন্ন হস্তশিল্প ও পণ্যের সমাহার।
বিজ্ঞাপন
ঢাবি বাগছাস শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, “এখন মৌসুমি ফলের সময়, আবার বর্ষাকাল। তাই ভাবলাম এই সময়টাকে উদযাপন করতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফল উৎসবের আয়োজন করা যায়। প্রথমে ভাবছিলাম হলে হলে আয়োজন করবো, কিন্তু রাজনৈতিক কিছু বাধা থাকার কারণে পরে ক্যাম্পাসে বড় পরিসরে আয়োজন করার সিদ্ধান্ত নেই।”
তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য—সবার মাঝে গাছ লাগানোর আগ্রহ বাড়ানো ও মৌসুমি ফল উপভোগের সুযোগ করে দেওয়া। এজন্য প্রতিটি গাছ মাত্র ৩০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে এবং ফল সম্পূর্ণ ফ্রি খাওয়ানো হচ্ছে।”
উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
এসএআর/এআইএস