ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্য সেন হলের পর এবার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের শিক্ষার্থীদের ফ্রিজ উপহার দিয়েছে সামাজিক সংগঠন ‘ইনসাফ’।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে হল প্রাধ্যক্ষ ড. মো. নাজমুল হোসাইন আনুষ্ঠানিকভাবে ফ্রিজটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন– জিয়া হল সংসদের ভিপি মো. মহিউদ্দিন (মাহবুব তালুকদার), জিএস আসিফ ইমাম, এবং অন্যান্য সম্পাদক ও সদস্যরা।

ছুটির সময় হলের আবাসিক শিক্ষার্থীদের অনেকের বাড়ি থেকে নিয়ে আসা খাবার সংরক্ষণের সুবিধার্থে ফ্রিজ উপহার দিয়েছে সংগঠনটি। এই উদ্যোগে সহযোগিতা করেছে ডাকসুর জিয়া হল সংসদ।

প্রাধ্যক্ষ ড. নাজমুল হোসাইন বলেন, ‘ইনসাফ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। আমাদের শিক্ষার্থীদের সুবিধার্থে তারা এই ফ্রিজটি উপহার দিয়েছে। ফ্রিজটি হলের মেসে স্থাপন করা হবে, যাতে শিক্ষার্থীরা উন্মুক্তভাবে ব্যবহার করতে পারে।’

ভিপি মাহবুব তালুকদার বলেন, ‘ছুটির সময় অনেক শিক্ষার্থী বাড়ি থেকে খাবার নিয়ে আসে, কিন্তু সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। আশা করি এই ফ্রিজটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের সেই সমস্যা কিছুটা হলেও দূর করবে।’

উল্লেখ্য, এর আগে ইনসাফ সংগঠনটি সূর্যসেন হলেও শিক্ষার্থীদের জন্য ফ্রিজ উপহার দিয়েছিল।

এসএআর/বিআরইউ