রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এলাকায় সেনাবাহিনীর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। এছাড়াও তিনি বাড়িটি ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ‘ধানমন্ডি-৩২ সুরক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে কোন পিরিতির কারণে? ছাত্র-জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছে না। শাহাবাগ, টিএসসিসহ যেখানে যারা আছেন শিবির, দল, ইনকিলাব মঞ্চ সবাই ধানমন্ডি-৩২ এর দিকে যান। আজকেই ধুলোয় মিশিয়ে দিন ফেরাউনের পিরামিড।’

শেখ হাসিনার বিবাহবার্ষিকীর প্রসঙ্গ টেনে জিএস লিখেছেন, আরেকটা কথা মনে করিয়ে দেই আজ হাসিনার বিবাহ বার্ষিকী, আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই।

আরও একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপনারা একটু সাশ্রয়ী হন। আমরা গরিব দেশ, বারবার বুলডোজার ভাড়া করে টাকা নষ্ট না করে আজকেই কাজ শেষ করে দিন।’

এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় ৩২ নম্বরের বাড়ি। সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে।

তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্র-জনতা। 

জুবায়ের জিসান/আরকে