শাহবাগে চাকরিপ্রত্যাশীদের আন্দোলনে পুলিশের আক্রমণে ডাকসুর ক্ষোভ
রাজধানীর শাহবাগে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পুলিশের আক্রমণ ও অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানানো হয়।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, শাহবাগে আন্দোলনরত চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগ সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। গণতান্ত্রিক পরিবেশে মতপ্রকাশ এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবার। কিন্তু পুলিশি ধাওয়া, লাঠিচার্জ বা অপ্রয়োজনীয় বলপ্রয়োগ শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে এবং তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে।
ডাকসু আরও জানায়, যেকোনো পরিস্থিতিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংসতা এড়িয়ে চলতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষার নামে অযৌক্তিক বলপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। এমন আচরণের পুনরাবৃত্তি ভবিষ্যতেও কোনো অবস্থায়ই কাম্য নয়।
বিজ্ঞাপন
চলমান অচলাবস্থা নিরসনে ডাকসুর সাধারণ সম্পাদক সরকার ও আন্দোলনরত চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীদের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ, সমঝোতা এবং একটি যৌক্তিক ও স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উত্তেজনা বা সংঘর্ষ কোনো পক্ষের জন্যই কাঙ্ক্ষিত নয়, পারস্পরিক আলোচনা ও সমঝোতাই সংকট সমাধানের একমাত্র কার্যকর পথ।
এসএআর/এসএসএইচ