বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সকল বিভাগের নিয়মিত পরীক্ষা আগস্ট মাসের প্রথম সপ্তাহে (অনলাইনে)  এবং স্থগিত পরীক্ষা ৪ জুলাই থেকে (অনলাইনে) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃস্পতিবার (২৪ জুন) বিকেলে উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদের সভাপতিত্বে ডিনস কমিটির সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সকল বিভাগের পরীক্ষা শুরু হয়ে পরবর্তীতে করোনার কারণে সরকারি নির্দেশে তা স্থগিত করা হয়েছিল। স্থগিত পরীক্ষাসমূহ আগামী ৪ জুলাই থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে সকল বিভাগের বিভিন্ন সেমিস্টারের নিয়মিত পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে।

ডিনস কমিটির সভায় উপস্থিত ছিলেন- কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. মিজানুর রহমান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মো. আতিউর রহমান।

এসপি