রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। একই সঙ্গে জুলাই হামলায় জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে জাকসুর পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দেওয়া হয়।

জাকসু সমাজসেবা বিষয়ক সম্পাদক আহসান লাবিব বলেন, আজকে আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক শরিফ ওসমান হাদির ওপর আক্রমণ করা হয়েছে, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, এবং তিনি বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় আছেন।

আমরা উপাচার্যের কাছে দাবি জানিয়েছি দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। তিনি তালবাহানা করলে আমরা আল্টিমেটাম দিয়েছি- যতদিন জুলাই হামলার দোষী ও অভিযুক্ত শিক্ষকদের বিচার নিশ্চিত না হবে, ততদিন রেজিস্টার ভবনে তালা ঝুলে থাকবে।

তালা দেওয়ার পর জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার সময় যারা দোষী ছিলেন- অভিযুক্ত সেই শিক্ষকদের এখনো বিচার করা হয়নি। রেজিস্ট্রার ভবনে আওয়ামী দোশররা অবস্থান করছে এবং নিরাপত্তা অফিসেও তারা অবস্থান করছে।

তিনি আরও বলেন, আমরা আজ এখান থেকে ঘোষণা দিচ্ছি- যতদিন উপাচার্য জুলাই হামলাকারীদের বিচার কার্যক্রম শেষ করতে না পারবেন, ততদিন এই ক্যাম্পাসে টপ প্রায়োরিটির কোনো কাজ হতে পারবে না।

এআরবি