গানে গানে করোনা রোগীদের পাশে দাঁড়ালেন জবি শিক্ষার্থী ফতেহ আলী খান। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজধানীর পান্থপথে অবস্থিত হেল্থ অ্যান্ড হোপ হাসপাতালে তিনি রোগী, চিকিৎসক ও নার্সদের গান শোনান। 

এ সংক্রান্ত একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নিরাপদ দূরত্ব বজায় রেখে ফতেহ আলী খান আকাশের পেছনে দাঁড়িয়ে আছেন এবং সামনে রোগীরা বসে তার গান শুনছেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ফতেহ আলী খান আকাশ বলেন, আমি মনে করি চিকিৎসার পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের মনোবল বাড়ানোর জন্য যেটা দরকার সেটা হলো বিনোদন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে করোনা আক্রান্ত রোগীদের মানসিক অবস্থার উন্নতির জন্য ঝুঁকি নিয়েই তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করছি।

তিনি আরও বলেন, যদি কোনো হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের মনোবল বা সাহস বাড়ানোর জন্য এমন আয়োজন করে এবং আমাকে ডাকে তাহলে আমি অবশ্যই যাবো।

এমটি/এসকেডি