ঢাবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আকরাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেন।
সোমবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এ পদে নিয়োগ দেন। মঙ্গলবার (১০ আগস্ট) প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করবেন অধ্যাপক ড. মো. আকরাম হোসেন।
বিজ্ঞাপন
নিয়োগ পাওয়ার বিষয়টি অধ্যাপক আকরাম নিজেই ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। এর আগে হলটির প্রভোস্ট ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. মফিজুর রহমান।
নতুন দায়িত্ব গ্রহণ ও হলের পরিকল্পনা নিয়ে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে নিয়োগ দিয়েছেন। আগামীকাল (মঙ্গলবার) দায়িত্ব গ্রহণ করব। আগে আমি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। হলের বিষয়ে কিছু অভিজ্ঞতা আমার আছে, সে আঙ্গিকে কাজ করব। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা কীভাবে বাড়ানো যায়, সে প্রচেষ্টা সবসময় থাকবে।
বিজ্ঞাপন
জানা গেছে, হল প্রভোস্টের মেয়াদ তিন বছর। একজন শিক্ষক সর্বোচ্চ দুই মেয়াদে হল প্রভোস্ট থাকতে পারেন। হল প্রাধ্যক্ষরা প্রভোস্ট বাংলোসহ বিভিন্ন সুযোগ সুবিধা পান।
১৯৯৮ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ হলটি প্রতিষ্ঠিত হয়।
এইচআর/এসএসএইচ