স্বর্ণপদক জয়ী জাফরিন আক্তার ও আনিকা রহমান তামান্না

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই ছাত্রী জাফরিন আক্তার ও আনিকা রহমান তামান্না বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ওই প্রতিযোগিতায় রিংকি খাতুন নামের আরও এক ছাত্রী ব্রোঞ্জ জয় করেছেন।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বর্ণপদক জয়ী দুই শিক্ষার্থী হলেন— ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জাফরিন আক্তার ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আনিকা রহমান তামান্না।

শারীরিক শিক্ষা বিভাগ সূত্র জানায়, ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ব্রোঞ্জ জয়ী রিংকি খাতুন

জাফরিন ডিসকাস থ্রো ইভেন্টে এবং তামান্না একশ মিটার হার্ডেলস, একশ মিটার রিলে ও চারশ মিটার রিলে— এই তিন ইভেন্টে স্বর্ণপদক জয় করেন। এছাড়া একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিংকি খাতুন লংজাম্প ইভেন্টে ব্রোঞ্জপদক জয় করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ‘বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় অ্যাথলেটিকস’ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ২২ ও মহিলা বিভাগে ১৪টিসহ মোট ৩৬ ইভেন্টে ৪৫০ জন অ্যাথলেট অংশ নেন। দেশের ৬৪ জেলা, আটটি বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বিজেএমসি এবং অ্যাফিলিয়েটেড সামরিক ও বেসামরিক সংস্থার অ্যাথলেটরা অংশ নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল বলেন, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।

এমএসআর