জাবির হল খুলবে ২১ অক্টোবর, যারা উঠতে পারবেন না
দুর্গাপূজার ছুটি শেষে ২১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। তবে ২ অক্টোবর সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে এ মুহূর্তে হলে উঠতে পারবেন না ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শুরু হওয়া একাডেমিক সভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
একাডেমিক কাউন্সিলের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ এ তথ্য জানান, দুর্গাপূজার ছুটি শেষে ২১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হবে।
তবে হলে ওঠার জন্য শিক্ষার্থীদের অন্তত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করতে হবে। গণরুম সংকট নিরসনের জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীদের আপাতত হলে উঠতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল।
বিজ্ঞাপন
এদিকে করোনাভাইরাসের কারণে ১৮ মাস বন্ধ থাকা হলের ফি এরই মধ্যে অনেক শিক্ষার্থী পরিশোধ করায় আগামী ১৮ মাসের হল ফি মওকুফ করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে তিনি বলেন, অনেক শিক্ষার্থী হলের সিট ভাড়া দিয়েছে। তাদের সেই টাকা ফেরত দেওয়ার জটিলতার কারণে সবার আগামী ১৮ মাসের সিট ভাড়া মওকুফ করা হয়েছে।
একাডেমিক কাউন্সিলের সদস্যরা আরও জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের সমাপনী পরীক্ষা শেষ করে হলে উঠবে। এ ছাড়া ইতোমধ্যে যাদের স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে, তাদের কেউই আবাসিক হলে উঠতে পারবেন না।
এ ছাড়া ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুললেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরও কিছুদিন পরে অভ্যন্তরীণ দোকানপাট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সকাল-সন্ধ্যা খাবারের ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীরা সেখানে থেকে খাবার নিয়ে হলে গিয়ে খেতে পারবেন। এ ছাড়া হলের ডাইনিং ও ক্যানটিন চালু থাকবে।
এনএ