করোনার টিকার আওতায় এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মোট ৯১ শতাংশ শিক্ষার্থী। বুধবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এনআইডিসহ কিছু সমস্যার কারণে তেরোশ’র বেশি শিক্ষার্থী টিকা গ্রহণ করতে পারেনি। বাকি শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে কেউ প্রথম অথবা দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট শিক্ষার্থী প্রায় সাড়ে ১৫ হাজার। সেই হিসাবে মোট ৯১ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে।

এর আগে ২৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকা নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হলেও এনআইডি না থাকায় কিছু শিক্ষার্থী নিবন্ধন করতে পারেনি। এসব শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে বলে এক অফিস আদেশে নিশ্চিত করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বলেন, যে সব শিক্ষার্থী এনআইডি না থাকার কারণে টিকা নিতে পারেনি, দ্রুতই ক্যাম্পাসের অভ্যন্তরে বুথ বসিয়ে তাদের এনআইডির ব্যবস্থা করা হবে।

এমএসআর