শুক্রবার (০১ অক্টোবর) ক ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় শাটল ট্রেনে চড়ে আসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম দিনের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে।

জানা গেছে, ঢাবির ভর্তি পরীক্ষা চলাকালীন প্রথম দুই দিন (১-২ অক্টোবর) ভর্তিচ্ছুদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন চালুর উদ্যোগ নেয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকালে চট্টগ্রাম নগরীর রেলস্টেশন থেকে শাটল ট্রেন ভর্তিচ্ছু শিক্ষার্থী, অভিভাবকদের নিয়ে ক্যাম্পাসের স্টেশনে পৌঁছায়। পরীক্ষা শেষে পুনরায় দুপুর ২টা ১৫ মিনিটে চবি ক্যাম্পাস ছেড়ে যাবে শাটল ট্রেন।

প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া ঢাকা পোস্টকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে আয়োজন করতে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের ক্যাম্পাসে পাঁচটি ইউনিটের অধীনে প্রায় সাড়ে ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে। নিরাপত্তায় প্রায় দুইশ পুলিশ ক্যাম্পাসে নিয়োজিত আছেন। এ ছাড়া ক্যাম্পাসের বাইরেও পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছেন। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আমরা শাটল ট্রেন চালু করেছি।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৮৪৬ জন, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় ৩ হাজার ৫৫৫ জন, ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ৯ হাজার ৮৮০ জন ও ‘চ’ ইউনিটের পরীক্ষায় প্রায় ১ হাজার ভর্তিচ্ছু চবিতে পরীক্ষা দেবেন।

এসপি