রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ক্যান্ট পাবলিক স্কুল অ্যন্ড কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় পরীক্ষার্থীরা সিটপ্লান অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রংপুর বিভাগে ৬ হাজার ৬১১ জন পরীক্ষার্থী আবেদন করেন।

 নিজস্ব বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে পরীক্ষার্থীরা। তারা বলেন ঢাকায় না যেয়ে নিজস্ব বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ায় কোনপ্রকার দুশ্চিন্তা, হয়রানি ও ভোগান্তি ছাড়াই ভর্তি পরীক্ষা দিতে পেরেছি। 

বেরোবি প্রক্টর গোলাম রব্বানী জানান কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধির মেনে চলার পাশাপাশি অসাধুপায় অবলম্বন ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী ভুমিকা পালন করেছে।

শিপন তালুকদার/এমএসআর