হাবিপ্রবি খুলছে ২১ অক্টোবর
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫৮তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (৫ অক্টোবর) আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ট্রেজারারসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সভায় শিক্ষার্থীদের সশরীরে ক্লাস-পরীক্ষা চালু, হল খোলাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখা সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।
জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা চলমান থাকবে। লেভেল ১ এবং লেভেল ২ এর সব ধরনের ক্লাস ও
পরীক্ষা অনলাইনে চলমান থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে পরবর্তী একাডেমিক কাউন্সিল সম্পন্ন করে অফলাইন পরীক্ষা ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
জনসংযোগ শাখা আরও জানায়, ১৮ থেকে ২০ অক্টোবরের মধ্যে হলগুলো খুলে দেওয়া হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে একাডেমিক কাউন্সিল শেষে পরবর্তী ব্যাচগুলোকে পর্যায়ক্রমে হলে উঠানো হবে। হলে উঠতে হলে সংশ্লিষ্ট হলের প্রকৃত আবাসিক শিক্ষার্থী হতে হবে। হলে প্রবেশের সময় হল কর্তৃক ইস্যুকৃত ‘রেসিডেন্সিয়াল আইডি কার্ড’ ও করোনা টিকার কার্ড (কমপক্ষে এক ডোজ) দেখাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. ফজলুল হক জানান, শিক্ষার্থীদের করোনাকালীন একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে ৪ মাসে সেমিস্টার সম্পন্ন করার জন্য নীতিমালা করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাসের সময় ঠিক রেখে প্রতিটি ক্লাস ৫০ মিনিটের পরিবর্তে ৭০ মিনিট করে নেওয়া হবে।
এ সময় তিনি আরও জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তগুলো শিগগির রিজেন্ট বোর্ডের সভায় অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হবে।
ইমরান আলী সোহাগ/ওএফ