সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। রোববার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সোহরাওয়ার্দী মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন যখন তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে স্বার্থক বাস্তবায়নের পথে, ঠিক তখনই সাম্প্রদায়িকতার কালো থাবা দিয়ে আবারো দেশব্যাপী দাঙ্গা-হাঙ্গামা শুরু করেছে একাত্তরের পরাজিত শক্তি। 

বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে অনলাইন এবং অফলাইনে সজাগ দৃষ্টি রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগ নেতা সৈয়দ মো. জাহেদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সাবেক অর্থ সম্পাদক এস. এম. জাহেদুল আওয়াল, সাবেক ক্রীড়া সম্পাদক মাহফুজ আহমেদ, সাবেক সিনিয়র সহ-সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সাবেক উপ-আইন সম্পাদক গোলাম মোস্তফা সুমন, সাইফুল করিম জুয়েল, জুলকার নাইন ও সৈকত দত্তসহ দুই শতাধিক নেতাকর্মী।

আরআই