কুমিল্লায় কোরআন অবমাননার জেরে মণ্ডপে হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ‘বাংলাদেশ যে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে সেই নৈতিক অবস্থান আজ হুমকির মুখে। প্রতিনিয়ত ধর্মকে ব্যবহার করে দেশে একের পর এক সাম্প্রদায়িক হামলা যে বিভাজনের সৃষ্টি করেছে, তার চূড়ান্ত রূপ ইসলামধর্মকে অবমাননার চক্রান্ত।’

তারা আরও বলেন, ‘গতকাল রংপুরের পীরগঞ্জে যে বিভীষিকা দেখেছি, সেই সঙ্গে কয়েকদিন ধরে কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে যে নিন্দনীয় ঘটনা বাংলাদেশ প্রত্যক্ষ করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জড়িত সবাইকে চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’

এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পৃথকভাবে মানববন্ধন করেছেন শাবির শিক্ষক ও কর্মকর্তারা।

এমএসআর