সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাবিতে সমাবেশ
সাম্প্রদায়িক হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশ পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে তিন দফা দাবি পেশ করেন ছাত্র ফ্রন্ট নেতারা। দাবিগুলো হলো- সাম্প্রদায়িক হামলা রুখে দেওয়া, পূজামণ্ডপ, মন্দির, বাড়িঘরে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার করা এবং ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ করার দাবি।
বিজ্ঞাপন
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শোভন রহমান বলেন, ‘আমরা অতীতেও নানা অভিযোগে এ ধরনের হামলা দেখেছি। এ রকম ঘটনার বিচার আজ পর্যন্ত হয়নি।
সাম্প্রতিক ঘটনার পরও সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে উদ্যোগ নিতে গড়িমসি করা হচ্ছে। আমরা অবিলম্বে এই হামলার ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক আবু সাইদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা সদস্য সুমাইয়া ফেরদৌস ও আরিফুল ইসলাম।
এমএসআর