দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। বুধবার (২০ অক্টোবর) রাতে মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে জয় বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।

মশাল মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে চবি শিক্ষার্থী প্রত্যয় নাফাক বলেন, ‘দেশব্যাপী হামলা-ভাঙচুরে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

রুদ্র ফারাবী বলেন, ‘এই দেশ শান্তির দেশ। বিভিন্ন ধর্মের মানুষ এখানে মিলে মিশে বসবাস করে আসছেন। সবার মধ্যে রয়েছে দৃঢ় সম্প্রীতির বন্ধন। অথচ ধর্মকে ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করতে চাচ্ছে একটি গোষ্ঠী।’

এই অশান্তি সৃষ্টিকারীদের কখনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এদেরকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে বলে জানান তিনি। এছাড়াও বক্তব্য রাখেন স্নিগ্ধ আহসান প্রভাত, সোহেল চাকমা প্রমুখ।

এমএসআর