চবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ১৩১৪৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। দুইদিনে তিন শিফটে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেন ২৯৫২৫ জন। অনুপস্থিত ১৩ হাজার ১৪৩ জন। উপস্থিতির হার ৬৭ দশমিক ২০ শতাংশ।
আজ (২৮ অক্টোবর) সকাল ১১টায় বি ইউনিটের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়। যা শেষ হয় দুপুর ১২টায়।
বিজ্ঞাপন
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহিবুল আজিজ ঢাকা পোস্টকে বলেন, আজ এবং গতকাল দুইদিন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন শিফটে সব মিলিয়ে পরীক্ষা দিয়েছে ২৯ হাজার ৫২৫ জন। পরীক্ষায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, পরীক্ষা যেহেতু দুইদিনে শেষ হয়েছে ফলে এবার ফলাফল দ্রুত দেওয়া সম্ভব হয়নি। তবে আগামীকাল ফলাফল প্রকাশিত হতে পারে।
বিজ্ঞাপন
ভর্তি পরীক্ষার সূচী অনুযায়ী আগামীকাল ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে আজও পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি রোধে ছিল বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেন প্রকাশিত শিডিউলে চলবে। মোট ১১ দফায় শাটল ট্রেন চট্টগ্রাম নগরীর বটলতলী স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ক্যাম্পাস থেকে শহরের উদ্যেশ্যে ছেড়ে যাবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু। ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এ ছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।
রুমান/আরআই