ফাইল ছবি

অবশেষে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হল শাখা ছাত্রলীগের সম্মেলন।

শনিবার (৩০ অক্টোবর) ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৮টি হল ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামী ২৮ নভেম্বর হতে অনুষ্ঠিত হবে। হল সম্মেলন উৎসবমুখর, নান্দনিক ও সুপরিকল্পিত করতে কর্মীদের সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনাপূর্বক আহ্বান জানানো হয়েছে। 

এ বিষয়ে সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিল। এখন সব কিছু অনেকটা স্বাভাবিক হওয়ায় হলগুলোতে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের প্রতি দায়বদ্ধ, পরীক্ষিত ও শেখ হাসিনার মিশন-ভিশনে উপযোগী নেতৃত্ব তৈরি করতে চাই।

তিনি আরও বলেন, ২৮ নভেম্বর থেকে সম্মেলনের প্রক্রিয়া শুরু হচ্ছে। নির্ধারিত সময়েই গঠনতন্ত্র অনুযায়ী কমিটি ঘোষিত হবে। আমরা যেহেতু আগামীকাল (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দেশের বাইরে যাচ্ছি, ফিরে আসার পরে সার্বিক প্রস্তুতির বিষয়ে সবাইকে জানাব।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এইচআর/এইচকে