চবির ‘সি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ৭৩ শতাংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপস্থিতি ৭২ দশমিক ৭৯ শতাংশ। এ ইউনিটে ১৩ হাজার ৯১৮ ভর্তিচ্ছুদের মধ্যে অংশ নেন ১০ হাজার ১৩২ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৪৬ জন।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।
বিজ্ঞাপন
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সালামত উল্ল্যা ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ হাজার ১৩২ জন। পরীক্ষায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। ফলাফল আগামীকাল (শনিবার) প্রকাশিত হতে পারে।
ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী আগামীকাল ৩০ এবং পরদিন ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট, ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু। ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।
রুমান/এসকেডি