রাজধানী ঢাকার ১৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের স্নাতক শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।

শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় ২০২০-২১ শিক্ষাবর্ষের এ পরীক্ষা শুরু হয়। এ বছর সাত কলেজের বিজ্ঞান ইউনিটের মোট ছয় হাজার ৫০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৯৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এর আগে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেছে। এছাড়া কেন্দ্রে প্রবেশের সময় সব পরীক্ষার্থীর জন্য হ্যান্ড স্যানিটাইজের ব্যবস্থা করেছি। আইন শৃঙ্খলাসহ সব ব্যাপারে সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

গত বৃহস্পতিবার সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরএইচটি/এসএম