ইবির ‘ডি’ ইউনিটে পাস ৫৮ শতাংশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের অধীন ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৫৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টায় ‘ডি’ ইউনিটের সমন্বয়ক ও আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এ বছর ‘ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ৬ শত ৬৮ জন। ফেল করেছেন ৪ শত ৭২ জন। মোট পরীক্ষা দিয়েছেন ১ হাজার ১৪০ জন।
সমন্বয়ক অধ্যাপক ড. ইয়াকুব আলী বলেন, অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে রেজাল্ট প্রস্তুত করার রেকর্ড হয়েছে। ধর্মতত্ত্ব অনুষদের সমন্বয়ক হিসেবে আমি বলতে পারি সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রস্তুত করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত ২ নভেম্বর গুচ্ছ ব্যতিরেখে স্বতন্ত্রভাবে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেন ১ হাজার ৩১৯ জন ভর্তিচ্ছু। তার মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ৮৬ শতাংশ।
রাকিব হাসান/আরআই