বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এক যুগ পূর্তি উদযাপন ও ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে পালন করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ১০.৪৫ মিনিটে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করেন। 

দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় কেক কাটা শেষে সোয়া ১১টায় আনন্দ শোভাযাত্রা বের হয় এবং তা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া বিকাল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি উপ-উপাচার্য শরিফা সালোয়া ডিনা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান আমির শরীফ, একই বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক, বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের আজ এক যুগ পূর্তি। এই দীর্ঘ পথ চলায় এ বিভাগের অর্জন অনেক। আমাদের অনেক শিক্ষার্থী দেশে ও বিদেশে নানাভাবে অবদান রাখছে। এ যুগপূর্তিতে আমরা প্রত্যাশা করি এ বিভাগের শিক্ষার্থীরা আগামীতেও বিভাগকে ও বিশ্ববিদ্যালয়কে সীমাহীন উচ্চতায় নিয়ে যাবে। 

শিপন তালুকদার/আরআই