কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) হয়েছেন সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম।

সোমবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে নতুন বিভাগীয় প্রধান হিসেবে কাজী আনিছের নিয়োগের বিষয়টি জানানো হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, বিভাগটির বর্তমান বিভাগীয় প্রধান মো. বেলাল হুসাইন গত ১০ নভেম্বর শিক্ষা ছুটিতে যান। ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ২৪ (৩) ধারা অনুযায়ী বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হলো।

মহিউদ্দিন মাহি/আরআই