বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা কেমব্রিজ ইন্টারভার্সিটি (আইভি) চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্র্যাক ইউনিভার্সিটি। প্রথম বাংলাদেশি দল হিসেবে শিরোপা জিতল এ তার্কিক দলটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটি জানিয়েছে, চলতি বছর বিশ্বের ১২৪টি বিশ্ববিদ্যালয় কেমব্রিজ ইউনিয়ন আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয়। যেখানে অংশ নেয় হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অব ইকোনমিক্স, কর্নেল ইউনিভার্সিটি ও প্রিন্সটন ইউনিভার্সিটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

১৪ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ব্র্যাক ইউনিভার্সিটিকে শিরোপা এনে দেন বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড ইকোনমিক্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাজিদ আসবাত খন্দকার ও সৌরদীপ পাল।

চূড়ান্ত বিতর্কে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিপক্ষ ছিল যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন, কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি এবং ফিলিপিন্সের এটেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটি।

ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতিতে এ প্রতিযোগিতায় চারটি দল দুই ভাগে সরকারি ও বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্বের মাধ্যমে বিতর্কে অংশ নেয়।

এসএসএইচ