গতিশীল করপোরেট বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা তৈরির লক্ষ্যে আয়োজিত বিইউপি অ্যাডভেন্ট এইচআরের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  

১৭ এপ্রিল শুরু হওয়ার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ২০ নভেম্বর। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজয় অডিটোরিয়ামে চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়। ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের (এফবিএস) ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যানেজমেন্ট স্টাডিজের অধীনে পরিচালিত হিউম্যান রিসোর্স অ্যান্ড লিডারশিপ ক্লাব এর আয়োজন করে।  

এবারে প্রতিযোগিতায় ২০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ৬৪টি দল অংশগ্রহণ করে। এরমধ্যে ৭টি দল চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিইউপি দল ‘মিক্সড আপ’ চ্যাম্পিয়ন,  ‘স্ট্রেঞ্জার লালমাটিয়া’ প্রথম রানার আপ এবং ‘ব্লাডবাস্ট’ দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।  

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন। চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।  

এনএফ