শেকৃবিতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পালিত হয়েছে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ। এবারের প্রতিপাদ্য ছিল ‘হোক সচেতনতার বিস্তার, চাই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স থেকে নিস্তার।’
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশের সহযোগিতা এবং বাংলাদেশ এ এম আর রেসপন্স অ্যালায়েন্স আয়োজনে অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতায় এক কর্মশালার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলাম, বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশের টিম লিডার ড. এরিক ব্রাম, বিপিআইসিসির প্রতিনিধি অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের প্রাক্তন উপ-পরিচালক ড. বিধান চন্দ্র দাস।
এ আয়োজনে অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. লাম-ইয়া আসাদের সভাপতিত্বে ৩০ জন ইন্টার্ন ভেটেরিনারিয়ানসহ অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, অ্যান্টিবায়োটিকের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এর ব্যবহারে সচেতন হতে হবে। অ্যান্টিবায়োটিক নির্বাচন, প্রয়োগ, ব্যবহার ও ব্যবহার বাদ দেওয়ার যথাযথ নিয়ম পালন করতে হবে।
মো. আব্দুল্লাহ/আইএসএইচ