আগামী ২৭ নভেম্বর (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবীর হোসেন।

তিনি বলেন, যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন, শুধুমাত্র তারাই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। শনিবার সকাল ৯টা থেকে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।

যেসব শিক্ষার্থীর এনআইডি নেই তারা টিকা নিতে পারবেন কিনা এবং টিকা নেওয়ার পর করোনা টিকার সনদ তুলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে তাদের সবাইকে আমারা দ্বিতীয় ডোজ টিকা প্রদান করব। তবে করোনা টিকার সনদ তুলতে হলে অবশ্যই তাদের এনআইডি লাগবে। তাদের এনআইডি কার্ড আসার পর সিলেট সিটি কর্পোরেশনে যোগাযোগ করে তারা টিকা সনদ তুলতে পারবেন।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর ফাইজারের টিকা প্রদানের মাধ্যমে নয় দিনে সর্বমোট ২ হাজার ১৭ জন শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসা হয়।

জুবায়েদুল হক রবিন/আরআই