ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় খেলার মাঠে এ উৎসব উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

শতবর্ষ উপলক্ষে ইতোমধ্যে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাতে আলোচনা সভা, থিম সং পরিবেশন, তথ্যচিত্র প্রদর্শনসহ নানান কর্মসূচির পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

রোববার (২৮ নভেম্বর) শতবর্ষ উপলক্ষে ১-৪ ডিসেম্বর চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের চূড়ান্ত সূচি ও অংশগ্রহণকারী শিল্পীদের নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশনা করবেন ঢাবির সাবেক শিক্ষার্থী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সংগীত পরিবেশনা করবে ঢাবির সংগীত বিভাগ, নৃত্য পরিবেশনা করবে ঢাবির নৃত্যকলা বিভাগ, বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন ভারতীয় শিল্পী শ্রীকান্ত আচার্য। শিল্পী হিসেবে এদিন আরও অংশগ্রহণ করবেন সামিনা চৌধুরী, সৈয়দ আব্দুল হাদী, ফরিদা পারভীন, ফাতেমা তুজ জোহরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২ ডিসেম্বর সন্ধ্যায় একক আবৃত্তি করবেন ঢাবির সাবেক শিক্ষার্থী ও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, নৃত্য পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, সংগীত পরিবেশন করবে ঢাবির সংগীত বিভাগ। শিল্পী হিসেবে এদিন আরও অংশগ্রহণ করবেন ফাহিম হোসেন চৌধুরী, ইয়াসমীন মোস্তারী, ফাহমিদা নবী, কুমার বিশ্বজিৎ।

তৃতীয় দিন ৩ ডিসেম্বর সন্ধ্যায় নাটক পরিবেশন করবে ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, নৃত্য পরিবেশন করবে ঢাবির নৃত্যকলা বিভাগ। শিল্পী হিসেবে এদিন অংশগ্রহণ করবেন অধ্যাপক ডা. রেজওয়ানা চৌধুরী, সুজিত মোস্তফা, রফিকুল আলম, শুভ্র দেব, বাপ্পা মজুমদার।

অনুষ্ঠানের চতুর্থ দিন ৪ ডিসেম্বর সন্ধ্যায় সংগীত পরিবেশন করবে ঢাবির সংগীত বিভাগ এবং ঢাবি অফিসার্স ও কর্মচারী কল্যাণ সমিতি। নৃত্যনাট্য চণ্ডালিকা পরিবেশনা করবে ঢাবির নৃত্যকলা বিভাগ। শিল্পী হিসেবে এদিন অংশগ্রহণ করবেন নাদিরা বেগম, কিরণ রায়, শারমিন সুলতানা সুমি। থাকবে জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। 

এছাড়া আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে কেন্দ্রীয় খেলার মাঠে খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট হবে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপ্তি হবে। 

এইচআর/এইচকে