বিপ্লবী ছাত্র মৈত্রীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘ইতিহাসের পুনরুদ্ধার, শ্রেণী সংগ্রামের তীক্ষ্মতম হাতিয়ার’ এ প্রতিপাদ্য সামনে রেখে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী।
সোমবার (৬ ডিসেম্বর) এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুনির চৌধুরী মিলনায়তনে মুক্ত আলোচনার আয়োজন করে সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন সভাপতি ইকবাল কবীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিলীপ রায়।
বিজ্ঞাপন
আলোচনা সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রিওন রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্য জাবির আহমেদ জুবেল, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল সাংগঠনিক জেলা শাখার যুগ্ম আহবায়ক ফখরুল আহমেদ প্রমুখ। এছাড়াও সংগঠনের ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মুক্ত আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮০ সালের এই দিনে এদেশের ছাত্র রাজনীতির বিপ্লবী ধারার চারটি সংগঠনের ঐক্যের মধ্য দিয়ে বিপ্লবী ছাত্র মৈত্রী যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকালেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্বে আপোষহীনভাবে ভূমিকা পালন করে। সংগ্রামের এই ধারাবাহিকতায় সংগঠনের দশজন সূর্যসন্তান শহীদ হন।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, বর্তমান সময়ে যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে আওয়ামী সরকার এর বিরুদ্ধে ছাত্র সমাজের সম্মিলিত প্রতিরোধ ঐতিহাসিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার অধিকার আদায়ের আন্দোলনকে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শামিল করা একান্ত প্রয়োজন। সেই দায়িত্ব পালন করা বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রত্যেক কর্মীর রাজনৈতিক কর্তব্য।
এইচআর/আইএসএইচ